
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই:
আমিরের চীন-প্রীতি
চীনে ‘দঙ্গল’ আর ‘সিক্রেট সুপারস্টার’-এর ঐতিহাসিক সাফল্যের পর, অভিনেতা-নির্মাতা আমির খান এবার বললেন ভারত-চীন যৌথ সিনেমার সম্ভাবনার কথা। ওয়েভস সম্মেলনে (WAVES 2025)-এর এক আলোচনায় আমির বলেন, “ভারতীয় সিনেমার সঙ্গে চিনের দর্শকদের আবেগের মিল দারুণ। তাঁরা যেভাবে প্রতিক্রিয়া জানান, মনে হয় যেন ভারতেই বসে সিনেমা দেখছেন।”
ভারত ও চীনের তারকাদের একসঙ্গে নিয়ে কোনও ছবি তৈরি হলে, তা পৌঁছে যেতে পারে বিশ্বের অর্ধেক মানুষের কাছে, মত আমিরের। তিনি ইতিমধ্যেই চীনের ছবির নির্মাতাদের সঙ্গে যৌথ প্রযোজনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছেন বলেও জানান। “এটা শুধু ব্যবসায়িক নয়, আবেগের জায়গা থেকেও একটা উইন-উইন পরিস্থিতি”—বলেছেন আমির। ভারতের স্টুডিওগুলিকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরার লক্ষ্যে এমন কনটেন্ট-কল্যাবরেশনের গুরুত্বও তুলে ধরেন তিনি।
বিক্রান্তের ‘মনের কথা’
‘টুয়েল্ফথ ফেল’ ছবির মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা বিক্রান্ত ম্যাসি বরাবরই স্পষ্টবাদী। এবার এক ইনস্টাগ্রাম স্টোরিতে বিক্রান্ত এমন এক বক্তব্যের পাশে দাঁড়ালেন, যা অনেকের চোখ কপালে তুলেছে। সম্প্রতি তিনি শেয়ার করেছেন মার্ভেলের সুপারহিরো ছবি ‘থান্ডারবোল্ট’-এর অভিনেত্রী ফ্লোরেন্স পিউ-কে নিয়ে একটি প্রতিবেদন, যেখানে লেখা ছিল সেই অভিনেত্রীর বক্তব্য—“মডেলিং অভিনেতাদের কাজ নয়।” বিক্রান্ত এই বক্তব্যে পুরোপুরি সহমত, তাই স্টোরিতে স্পষ্ট লিখলেন—“একেবারে আমার মনের কথা বলেছে।”
এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে, কারণ অনেকেই ধরেন—এটা হয়তো বলিউডের কোনো তারকার উদ্দেশ্যে খোঁচা! যদিও বিক্রান্ত নাম নেননি, তবে তাঁর অবস্থান যে স্পষ্ট, তা আর বলার অপেক্ষা রাখে না। ছোট পর্দা থেকে বড় পর্দা—বিক্রান্তের জার্নি আজ শিল্পের এক শিক্ষণীয় দৃষ্টান্ত। আর সেই শিল্পবোধ থেকেই হয়তো এমন মন্তব্যে অকপট সায় তাঁর।
বাণী-কাণ্ড
নয় বছর পর বলিউডে পাক অভিনেতা ফওয়াদ খানের প্রত্যাবর্তনের ছবি ‘আবির গুলাল’ ঘিরে কৌতূহল তুঙ্গে ছিল। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ছবি ঘিরে বিতর্ক চরমে পৌঁছয়। শেষমেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই ছবির ভারতে মুক্তি নিষিদ্ধ করা হয়। ছবিতে পাক অভিনেতার সঙ্গে কাজ করায় শুরু থেকেই বলি অভিনেত্রী বাণী কাপুরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। হামলার পর সেই ক্ষোভ আরও বেড়ে যায়। যদিও বাণী প্রকাশ্যে হামলার নিন্দা করেছেন, তবে পাকিস্তানি শিল্পীদের নিয়ে কোনও মন্তব্য করেননি, এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রোল নিয়েও চুপ থাকেন।
শুক্রবার হঠাৎই বাণীর ইনস্টাগ্রাম থেকে ‘আবির গুলাল’ সংক্রান্ত সব পোস্ট মুছে ফেলা হয়। নিঃশব্দে। যদিও সূত্রের খবর, ওই পোস্টগুলোতে বাণী ছিলেন একজন কোলাবোরেটর হিসেবে। ‘আবির গুলাল’ ছবির টিম যেহেতু মূল পোস্ট মুছে দিয়েছে, বাণীর অ্যাকাউন্ট থেকেও তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে গিয়েছে।.
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!